মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ঈগল প্রতীকের প্রচারণায় দুর্বৃত্তদের হামলা পটিয়ায়, ছুরিকাহত দুই সমর্থক

নিজস্ব প্রতিবেদক *

bsrm

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতা থামছেনা। আবারও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে প্রচারণার জনসংযোগে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ঈগলের দুই সমর্থককে ছুরিকাঘাতে আহত করেছে।

বৃহস্পতিবার (৪বৃহস্পতিবার) বিকেল ৫ টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের গৌরগোবিন্দ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহতরা হলেন, বিক্রমজিৎ মিত্র (৪০) ও রনি মিত্র (৩০)। হামলার ঘটনায় ঝুলন দত্ত (৪৮) নামে আরেক ঈগল সমর্থক গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ads din

হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৃদুল কান্তি নন্দী জানিয়েছেন, ঈগল প্রতীকের সমর্থনে এলাকায় জনসংযোগকালে বিএনপির সন্ত্রাসী আরিফ ও সাইফুলের নেতৃত্বে ২০-৩০ জন অতর্কিত হামলা চালায়।

আহত ঝুলন দে জানান, আমাকে তিন দফা হামলা চালানো হয়। পরে প্রাণে বাঁচতে মন্দিরের ভেতরে ঢুকে পরি। সেখানেও রক্ষা পায়নি। তারা মন্দিরের ভেতর ঢুকে আমার উপর হামলা চালায়।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, চুরিকাঘাতে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। তারা বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্হিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নিবে।

সর্বশেষ

এই বিভাগের আরও