চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুনের এক নির্বাচনী জনসভা বৃহস্পতিবার(৪ জানুয়ারি ) স্থানীয় বাঁশবাড়ীয়া হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার সংযুক্ত করার চেষ্টা করবো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় প্রতিদিন বহু মানুষ পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টার সংযুক্ত হলে মানুষ চিকিৎসার সুফল পাবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজানের পরিচালনায় অনুষ্ঠিত সভায়
আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, শ্রম সম্পাদক নাসিম উদ্দীন চৌধুরী , সদস্য আবদুল বারেক সওদাগর, হাজী জালাল আহমদ, এডভোকেট জাহেদ আল ফায়সাল, আবুল হোসেন বাবুল, মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার নিলু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহবউদ্দিন, ইসমাইল মেম্বার, এ বি এম রাসেল চৌধুরী প্রমুখ।