চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন, সীতাকুণ্ডকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে চাই এবং চন্দ্রনাথ ধামকে জাতীয় তীর্থ করার যাবতীয় উদ্যোগ গ্রহণ করবো। সীতাকুণ্ড ইকোপার্ক হতে চন্দ্রনাথ ধাম পর্যন্ত ক্যাবলকার চালু করা গেলে প্রতি বছর লাখ লাখ দেশ-বিদেশী তীর্থযাত্রী সীতাকুণ্ড আসবেন। পাশাপাশি সানসেট টাওয়ার ও গুলিয়াখালী বীচকে আধুনিকায়ন করা হবে। সীতাকুণ্ডের সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের নাগরিক সমাবেশে মতবিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন।
বুধবার (৩ জানুয়ারি) সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়াম (এল.কে.সিদ্দিকী স্কয়ার) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম, চবির এইচআরএম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, চবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক (রাসেল)। সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম এর সভায় সভাপতিত্বে ও সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, এ কে এম মছিউদদৌলা, খোরশেদ আলম, রাজু কামাল চৌধুরী, মাস্টার হাবিব উল্লাহ, বিমল চন্দ্র নাথ, এডভোকেট ভবতোষ নাথ, ননী গোপাল দেবনাথ, প্রার্থীর বড়বোন সেলিনা আক্তার নিলু, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুস সামাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, বর্তমান সভাপতি শিহাব উদ্দিন, কামরুন নাহার নিলু, জেসমিন আকতার, নাহিদুজ্জামান চৌধুরী, কামরুল আলম, ইকবাল হোসেন টিপু, জালাল আহাম্মদ, ফারদিন মাহমুদ, আজমল হোসেন হিরু, মো. ফজলে করিম, ফখরুল ইসলাম সোহেল, মো. মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার এন এইচ এম জাহাঙ্গীর, কাজী আলী আকবর জাসেদ, বীরমুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, আশিষ চন্দ্র দাশ, মো. সোহেল, মোফাখখারুল আলম চৌধুরী, কাউন্সিলর মফিজুর রহমান, আমিনুল ইসলাম বাহার, মো. আনিস, মাস্টার মো. আবু বক্কর, দুলাল দে, তরিকুল হক চৌধুরী, প্রমুখ।