মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সরকারি ব্যাংকগুলো পেল নতুন এমডি

ঢাকা প্রতিনিধি

ব্যাংক খাতে সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রের মালিকানাধীন বাণিজ্যিক ৬ ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। সোমবার (২১ অক্টোবর) এসব ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নতুন নিয়োগ পাওয়া কয়েকজন এমডি।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডি হলেন যারা-bsrm

সোনালী ব্যাংকের এমডি করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খানকে; জনতা ব্যাংকের এমডি হয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক এমডি মজিবর রহমান; অগ্রণী ব্যাংকের এমডি করা হয়েছে একই ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে।

এছাড়া রূপালী ব্যাংকের এমডি হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম; বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিনকে এবং জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খানকে বেসিক ব্যাংকের এমডি করা হয়েছে।

বিশেষায়িত ৪ ব্যাংকের এমডি হলেন যারা-ads din

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি করা হয়েছে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সালমা বানুকে পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি; সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলীকে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষকে প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ সেপ্টেম্বর সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল- এর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ বাতিল করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব ব্যাংকের এমডিদের একসঙ্গে সরিয়ে দেয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও