বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা জোন। সোমবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভার ১৯টি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, উৎসব উদযাপন কমিটি ও অসহায়-গরিবদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি বলেন, ‘প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবটি ধনীদের পাশাপাশি গরিব-অসহায় ও অনাথ শিশুসহ যাতে করে সবাই আনন্দ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেজন্য আমাদের এই সামান্য উদ্যোগ। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
তিনি আরো বলেন, ‘বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এ জেলায় সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান জিএসও- ৩, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাফিদুর রহমান মৃধাসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে পাহাড়ে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তিনদিনব্যাপী প্রবারণা পূর্ণিমা, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।