মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
প্রবারণা উপলক্ষে সহায়তা প্রদানকালে লে. কর্নেল মাহমুদুল হাসান

বান্দরবানে সম্প্রীতি ধরে রাখতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

 বান্দরবান প্রতিবেদক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা জোন। সোমবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভার ১৯টি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, উৎসব উদযাপন কমিটি ও অসহায়-গরিবদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদানকালে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি বলেন, ‘প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবটি ধনীদের পাশাপাশি গরিব-অসহায় ও অনাথ শিশুসহ যাতে করে সবাই আনন্দ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেজন্য আমাদের এই সামান্য উদ্যোগ। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।’bsrm

তিনি আরো বলেন, ‘বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিসহ ১২ সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এ জেলায় সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান জিএসও- ৩, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে. মোহাম্মদ মোস্তাফিদুর রহমান মৃধাসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে পাহাড়ে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তিনদিনব্যাপী প্রবারণা পূর্ণিমা, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও