সীতাকুণ্ড আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম আল মামুনের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয় কুমিরার বিভিন্ন এলাকায় ।
বুধবার (২৭ ডিসেম্বর) কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগ এ গণসংযোগের আয়োজন করে।
সকালে মসজিদ্দা উচ্চবিদ্যালয়মাঠ থেকে আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের কয়েকহাজার নেতা কর্মী সমর্থকের উপস্থিতিতে গণসংযোগ শুরু হয়। গণসংযোগে নেতৃত্ব দেন নৌকার প্রার্থী সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন। সর্বস্তরের মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে এস.এম আল মামুন বলেন, নৌকা স্বাধীনতা – সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রতীক। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে বিএনপি -জামাতের ষড়যন্ত্রের জবাব দিন।
এ সময় কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোর্শেদ হোসেন চৌধুরী, সাবেক এপিপি এডভোকেট ভবতোষ নাথ, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক বিপুল দেব রায়, উত্তর জেলা কৃষকলীগ সহ সভাপতি গাজী মো. সেকান্দর, উপজেলা আওয়ামী লীগের নেতা সেলিম আনসারী, জিয়াউল আবেদীন বাপ্পি, , মোহাম্মদ আলী, বিল্লাল হোসেন, যুবলীগ নেতা সৌমেন বড়ুয়া, উপজেলা যুবলীগ নেতা মো. ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর, মোরশেদ আলম মেম্বার, বিল্লাল হোসেন আলাউদ্দীন মেম্বার প্রমুখ।
তিনি জিপিএইচ গেট, মগপুকুর, উত্তর মছজিদ্দা, গোলআহম্মদ, ছোট কুমিরা, কাজী পাড়া, সোনার পাড়া, নিউ রাজাপুর, কুমিরা ঘাটঘর, আলেকদিয়া, কোটপাড়া, রয়েল গেট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।