বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

মায়ের সাথে অভিমান করে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা ভাটিয়ারীতে

সীতাকুণ্ডে মায়ের সাথে অভিমান করে প্রিয়া রাণী মজুমদার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ সোমবার (২৫ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে সুজনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে। প্রিয়া রানী লিটন মজুমদারের মেয়ে। সে ভাটিয়ারী টিএসসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।bsrm

স্থানীয়রা  জানায়, বিকালে মা কল্যাণী মজুমদার মেয়েকে বকাঝকা করেন। এরপর তার মা ঘরের বাইরে গেলে কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখতে পান তার মেয়ে প্রিয়া রানী গলায় উড়না পেঁচিয়ে সিলিংয়ের সাথে ফাঁস দিয়েছে।

ভাটিয়ারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড সদস্য সাব্বির আহমেদ চৌধুরী বলেন, আমার এলাকায় একটি ভাড়া বাসায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনে ঘটনাস্থলে যায়। পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম মেয়েটিকে তার মা বকা দিয়েছে। তাই অভিমানে গলায় ফাঁস দেয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, মায়ের সাথে অভিমান করে এক কিশোরী গলায় ফাঁস দিয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও