বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সীতাকুণ্ডে খুন মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই

সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে  মামাতো ভাই খুন করলো ফুফাতো ভাইকে।bsrm

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার সময় উপজেলার  বারৈয়ারঢালা ইউনিয়নে  ঘটেএ ঘটনা । নিহত ব্যক্তির নাম নুর মোস্তফা বজল (৫৮)। নিহত বজল ওই এলাকার পশ্চিম লালনগরের গ্রামের মুজিবুল হকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, লালানগর গ্রামের বাসিন্দা চিহ্নিত ডাকাত বহু মামলার আসামি তৌহিদুল ইসলামের সাথে নুর মোস্তফা বজলের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদুল প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে বজলকে হত্যা করে। এসময় তাকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে  বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি মামলা রয়েছে। অভিযুক্তকে  ধরতে চলছে পুলিশের অভিযান ।ads din

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও