সীতাকুণ্ড পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর এবং পৌরবাসীর সর্বেচ্চ নাগরিক সুবিধা প্রদান করার আশ্বাস দেন চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ) তিনি সীতাকুণ্ড পৌরভা এলাকায় ওয়ার্ডগুলোতে ব্যাপাক গণসংগেযাগ করেন। এসময় পৌরবাসীর উদ্দেশ্য তিনি বলেন, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম-ইকোপার্কসহ সকল টুরিস্ট স্পটকে পর্যটন জোনের আওাতায় আনা হবে। এস এম আল মামুন মহাদেবপুর, শিবপুর, ইদিলপুর, আমিরাবাদ, নুনাছড়া, এয়াকুবনগর, শেখপাড়া, কলেজ রোড, ভোলাগিরি আশ্রাম এলাকায় গণসংযোগ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান।
এসময় সর্বস্তরের স্বতস্ফূর্ত মানুষের উপস্থিতি ছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক কাউন্সিলর সফিউল আলম চৌধুরী, উপ-প্রচার সম্পাদক মোফাখখরুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. অবদুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইমুন উদ্দিন মামুন, মো. সোহেল, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর শাহ কামাল চৌধুরী, কাউন্সিলর মফিজুর রহমান, কাউন্সিলর বদিউল আলম জসিম, কাউন্সিলর দিদারুল আলম এ্যাপেলো, কাউন্সিলর ফজলে এলাহী পায়েল, কাউন্সিলর কামনুর নাহার কাকলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, সাবেক আহ্বায়ক শায়েস্তা খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহামুদুল আলম তুষার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি দুলাল দে, পূজা কমিটির নেতা বাবু স্বপন বণিক, অশিষ শীল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন প্রমুখ।