বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় বিএনএম প্রার্থী এয়াকুব আলীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি *

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১২ পটিয়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এম এয়াকুব আলী তার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন।bsrm

বক্তব্য রাখছেন চট্টগ্রাম–১২ পটিয়া আসনের বিএনএম প্রার্থী এম এয়াকুব আলী

মঙ্গলবার রাতে (১৯ ডিসেম্বর) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায় বিএনএম প্রার্থী এম এয়াকুব আলীর প্রধান নির্বাচনী কার্যালয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন ।

এয়াকুব আলী জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইসমাইল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মনসুর আলম, প্রকৌশলী আবদুর রশিদ, আইয়ুব আলী, আবদুল কুদ্দুস চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, মনসুর সওদাগর, নাদেরুজ্জামান, খোরশেদ আলম, আবদুর রশিদ, আদনান করিম,  আবদুল আলীম প্রমুখ।ads din

এসময় বিএনএম প্রার্থী এম এয়াকুব আলী বলেন, আমি গত ১৮ বছর ধরে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। পটিয়ার মানুষ পরিবারতন্ত্রের হাত থেকে রেহাই পেতে চাই। আমি সেই পরিবর্তনের সারথি হতে এবার বিএনএম হতে নোঙ্গর প্রতীকে প্রার্থী হয়েছি। আপনাদের উপস্থিতি সত্যি আমি আনন্দিত ও গর্বিত। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নোঙ্গর প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে পটিয়ার হারানো গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনারাই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও