মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রাম এর চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম, শাহাদাত হোসেন রুমেল, জেলা পরিষদ চট্টগ্রাম সদস্য এইচ. এম. আলী আবরাহা, হাসপাতালের সিএমও রোজী দত্ত, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, প্রশাসনিক সহকারী মেহেদী হাসান,সহকারি মেট্রোন উর্মি চক্রবর্তী, জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মর্জিনা আক্তার সহ প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, প্রকৃত স্বাধীনতা বাস্তবায়ন করার লক্ষ্য হোক আজকের দিনের প্রতিজ্ঞা। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বির্নিমাণে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে যোগ্য নাগরিক তৈরি করতে হবে।