বিশেষ প্রতিনিধি *
১৬ই ডিসেম্বর দিন শুরুর প্রাক্কালে স্হানীয় সময় শুক্রবার মধ্যরাতে রিয়াদস্হ বাংলাদেশী প্রতিষ্ঠান সানসিটি ক্লিনিক অডোটরিয়ামে বৃহত্তর চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবস ও সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ লিটনের সভাপতিত্বে ও বিজয় দিবস উদযাপন ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জসীম উদ্দীন তালুকদার ও যুগ্ম সদস্য সচিব এম ইলিয়াস সাত্তারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাবেক সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দর। প্রধান বক্তা ছিলেন রিয়াদ আওয়ামী যুবলীগ ও রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন আরটিভির সৌদীআরব ব্যূরো চীফ ও প্রসাফের সভাপতি সাংবাদিক মো. আবুল বশির ও রিয়াদ আওয়ামী যুবলীগের সভাপতি কামাল পাটোয়ারী। বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ ও বিদায়ী সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেয় যথাক্রমে- মো. আকতার হোসেন, এস্কান্দর শিকদার, আজিজ তালুকদার, গোলাম কিবরিয়া চৌধুরী, হোসাইন সোহেল, ফারুখ শিকদার, মমিনুল হক চৌধুরী, আব্দুল্লাহ আল রোমান প্রমুখ নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনের পরপরই দ্বিতীয় অধিবেশনে সকলের মতামত ও সম্মতির ভিত্তিতে আগামী তিনবছরের জন্যে আলহাজ্ব মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও হোসাইন সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন সকল সদস্যের মতামতের ভিত্তিতে। এতে সকলে কন্ঠভোটে নেতৃত্ব ধারাবাহিকভাবে রক্ষার জন্য সবসময় ঐক্যবব্ধ থাকবার জন্য অনুরোধ জানান।