শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

সুন্দর আয়োজনে সম্পন্ন রোটারির কমিউনিটি ইকোনমিক ডেভেলপ্মেন্ট সেমিনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর উদ্যোগে কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট সেমিনার অত্যন্ত সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়। গতকাল (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চট্টগ্রাম হারবার আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী মো.মতিউর রহমান। পিপি রোটারিয়ান মো. ফোরকান উদ্দিনের কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও প্রেসিডেন্ট-ইলেক্ট এস এম মাসুদুর রহমানের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান সিপি রোটারিয়ান মো.নঈম উদ্দিন পিএইচএফ।bsrm

সেমিনারে প্রথম পর্যায়ে বক্তব্য রাখেন পিডিজি এম এ আউয়াল ,পিডিজি প্রকৌশলী আবদুল আহাদ, পিডিজি দিলনাসিন মহশেন, ডিজিএন ডা. মইনুল ইসলাম মাহমুদ।

অতঃপর বিজনেজ সেশনে সুনির্দিষ্ট বিষয়ের ওপর বক্তৃতা করেন পিপি রোটারিয়ান ডা. ওয়াজির আহমেদ, ডিস্ট্রিক্ট ফার্স্টলেডি পিপি রোটারিয়ান শামিনা ইসলাম, পিপি রোটারিয়ান ওয়াহেদুজ্জামান চৌধুরী ও পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম  ও পিপি রোটারিয়ান মাঈন উদ্দীন ।ads din

সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নে রোটারি বিশ্বব্যাপী কী কী কাজ করছে, রোটারি জেলা ৩২৮২-এ  কী কী সেবাপ্রকল্প বাস্তবায়ন করে আসছে- তার সবই ওঠে এসেছে সেমিনারে বক্তাদের বক্তৃতায়। এছাড়া বিশ্বজুড়ে মানবতার কল্যাণে রোটারি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দেয়ার জন্যে রোটারিয়ানদের আহবান জানানো হয়।

সেমিনারে  সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল। এ গ্রুপের উৎপাদন কার্যক্রমের ভিডিও প্রদর্শনী উপস্থিত রোটারিয়ানদের দারুণভাবে বিমোহিত করে। সফল ব্যবসায়ী উদ্যোক্তা টুটুল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানকে কীভাবে বর্তমান পর্যায়ে নিয়ে আসেন, সেই গল্প বলেন- যা রোটারিয়ানেরা মন্ত্রমুগ্ধের মতো শোনেন। অন্যদিকে ডিজি মতিউর রহমান বলেন, রোটারির সেভেন এরিয়া ফোকাসের মধ্যে কমিউনিটি ইকোনমিক ডেভেলপ্মেন্ট অন্যতম। আমরা হোম ফর হোমলেস প্রকল্পের আওতায় ২শ গৃহহীন মানুষকে ২০০টি মানসম্মত ঘর তৈরি করে দিচ্ছি। এছাড়া তিনি ভিডিও প্রদর্শনের মাধ্যমে কুমিল্লায় রোটারি পরিচালিত দুটি স্থায়ী প্রকল্পের ( চক্ষু হাসপাতাল ও বিদ্যালয়) দৈন্যদশা তুলে ধরে রোটারিয়ানদের এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চট্টগ্রাম হারবার ও  চিটাগং মেরিন সিটির রোটারিয়ানেরা সুবিধাবঞ্চিত মহিলাদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করেন।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ডিজি ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, প্রোগ্রাম চেয়ারম্যান সিপি রোটারিয়ান মো.নঈম উদ্দিন পিএইচএফ  ও সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু।

সেমিনারশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি রোটারিয়ান ব্যাংকার শামসুল আলম রিপন।

সর্বশেষ

এই বিভাগের আরও