[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ বলির পাড়া সড়কে জি.আই পোল স্থাপন পূর্বক আলোকায়ন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর।

আজ বুধবার সকালে বলির পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আলোকায়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভারপ্রাপ্ত মেয়র।

এ সময় ভারপ্রাপ্ত মেয়র বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে, এলজিসিআরআরপি প্রকল্পের অধিনে পরিচালিত প্রকল্পের উপ প্রকল্প হিসেবে চসিক বিদ্যুৎ শাখার ব্যবস্থাপনায় ৫টি প্যাকেজে নগরীর ৬৮কি.মি. সড়কে এলইডি বাতি দ্বারা আলোকায়ন কাজ চলমান রয়েছে। বলির পাড়া সড়কে জিআই পোল স্থাপনের মধ্যদিয়ে এলইডি লাইট দ্বারা সড়কটি আলোকিত হবে এবং জনসাধারণের চলাচলে সুবিধা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সালমা খাতুন, সহকারী প্রকৌশলী সরওয়ার আলম খান প্রমুখ।