[bangla_date] || [english_date]

সীতাকুণ্ড প্রতিনিধি  *

স্ট্রোক  করে শ্রমিক লীগ নেতা মোহাম্মদ শফি উল্লা মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার (১৪ফেব্রুয়ারি) সকালে চমেক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে  ও বড় তিন ভাই রেখে গেছেন।

বাড়বকুণ্ডস্থ গালফ্রা হাবিব লিমিটেডের প্রশাসনিক বিভাগে (ডেসপাস) কর্মরত ও প্রতিষ্ঠানের  জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শফি আজ ভোরে নিজ বাড়িতে স্ট্রোক  করেন। দ্রুত চমেক হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত টিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে গালফ্রা হাবিব লিমিটেড ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শফি সীতাকুণ্ড পৌরসভাধীন শেখপাড়ার মৃত খায়রুল্লার কনিষ্ঠ সন্তান।আজ আসর নামাজের পর শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে  মরহুমের নামাজে নাজাজা অনুষ্ঠিত হবে।

যুবলীগ নেতা বদিউল আলম জসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ শফি পৌরসভার ২নং ওয়ার্ডের কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। যিনি বড় ভাইয়ের মতো আমাকে সব সময় সুখে দুঃখে এবং রাজনীতির সুপরামর্শ দিতেন,তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’