[bangla_date] || [english_date]

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি *

মাদকে না বলুন,আদর্শ সমাজ গড়ে তুলন- এই স্লোগানকে সামনে রেখে একদল তরুণ যুবকদের নিয়ে প্রথম বারের মত উদয়মান একাডেমি কতৃক আয়োজিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪নম্বর ওর্য়াডের দলইয়ার পাড়া প্রিমিয়ার লিগ-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চ্যাম্পিয়ন দলকে ট্রপি প্রদান করছেন বার আউলিয়া আইডিয়াল কিন্ডার গার্ডেন এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আলমগীর হোসেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর ২৩),উপজেলার দলইয়ার পাড়া এলাকায় রাত ৮টার দিকে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণের মধ্যে দিয়ে ১৫দিন ব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়।এতে ফাইনালে মুখোমুখী হয় কিং অব দলইয়ার পাড়া বনাম সুপার স্টার একাডেমি।উক্ত ফাইনাল খেলায়,চ্যাম্পিয়ন হয়েছে সুপার স্টার একাডেমি আর রানার্সআপ হয়েছে কিং অব দলইয়ার পাড়া।খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে ট্রপি প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বার আউলিয়া আইডিয়াল কিন্ডার গার্ডেন এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আলমগীর হোসেন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,সোনাইছড়ি ইউনিয়নের পরিষদ ৪নম্বর ওর্য়াডের সদস্য মো. সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. জয়নাল আবেদীন,মো. সালাউদ্দিন সিকদার, মো. মাহফুজ উদ্দিন, আব্দুর রহিম টিটু,রাজু কামাল,মাস্টার সাহাব উদ্দিন,সাংবাদিক মামুনুর রশিদ মাহিন,সেলিম,

আলাউদ্দিন প্রমুখ।এতে বক্তারা বলেন,এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে।প্রতি বছর এই ধরনের খেলা চলমান রাখা দরকার।এতে করে  মোবাইল ফোন আসক্ত থেকে দুরে থাকবে।জীবন সুন্দর হবে।