[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

প্রচণ্ড তাপদাহে মাথার ঘাম পায়ে ফেলে শ্রমিকরা দিনরাত কাজ করে নিজে বাঁচে, পরিবার চালায়, মালিক বাঁচে, সভ্যতা গড়ে, দেশ জাতি ও পৃথিবীকে সমৃদ্ধ করে। এ শ্রমিকদের একটি মাত্র দিন তা হলো মহান মে দিবস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মহান বুধবার মে দিবস ২০২৪ খ্রিষ্টাব্দ শ্রমিকদের এ দিবসটিকে ঘিরে তাদের পাশে দাঁড়ান জুস, সরবত ও সুপেয় পানি নিয়ে। সাবেক মেয়র তার শিপ ইয়ার্ডে কর্মরত শ্রমিকদের কাছে গিয়ে তাদের সুখ দু:খের বিষয়ে অবগত হন। শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের পাশে দাড়িয়ে তিনি নিজ হাতে জুস, সরবত ও সুপেয় পানি তাদের হাতে তুলে দেন।

এ সময় তিনি বলেন, আপনাদের শ্রম ও ঘামে বিশ্ব সভ্যতা গড়ে উঠছে। আমিও একজন শিল্প প্রতিষ্ঠানের মালিক, আমি বিশ্বাস করি মালিক শ্রমিক সুসর্ম্পকই শিল্প বিকাশ এবং উৎপাদনের সহায়ক শক্তি। তিনি বলেন, মালিক শ্রমিক উভয়েই একই মুদ্রার এপিট ওপিট। একে অপরকে ছাড়া উৎপাদন সম্ভব নয় শিল্প কারখানাও রক্ষা করা সম্ভব নয়। মানুষ হিসেবে আমরা সবাই এক আল্লাহ সৃষ্টি। পরে তিনি অস্বচ্ছল ৫শত মানুষদের মাঝে আনারস,সরবত প্রদান করেন। এসময় পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম ও আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।