১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পটিয়া  প্রতিনিধি*

একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতা আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার শাহরু’র নেতৃত্বে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে হাজারো নেতা কর্মীদের নিয়ে মিছিলটি পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে দক্ষিণ জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মো. শফিকুল আলমেন সভাপতিত্বে এক  সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার (শাহরু)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার যুবলীগের সহ-সভাপতি আবছার উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক দিদারুল আলম দিদার।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম। পটিয়া উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি ফয়সাল হাবিব, আরফাতুল ইসলাম রুবেল, মোতাহারুল ইসলাম, মো. আবু ছালেক, মো. শহিদুল ইসলাম, মাহমুদ আলম, এরশাদ আলম, মো. আরিফুল ইসলাম এবং যুবলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তাগণ ২১ আগস্ট ২০০৪ সাল বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন হাওয়া ভবনের মালিক তারেক জিয়ার নেতৃত্বে ও নির্দেশে সন্ত্রাসী গং কর্তৃক গ্রেনেড হামলায় জড়িতদের সুষ্ঠু বিচার এবং সাজাপ্রাপ্ত তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবী জানান।