১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ বিভাগের (ইটিই) ইটিই ইলেক্ট্রনিক সোসাইটি “২০৪১ সালের ভবিষ্যত স্মার্ট বাংলাদেশ” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করে।

শুক্রবার (২৮ জুলাই) অনুষ্ঠিত ওয়েবিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আকতারুজ্জামান কায়সার।

ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ বিভাগের শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অভিজ্ঞ সলিউশন আর্কিটেক্ট আবু নাসের মোহাম্মদ মইনুদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রিজিয়া রেজা চৌধুরী দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে বর্তমান সরকারের সুপরিকল্পিত অগ্রযাত্রার প্রশংসা করে সকল প্রকৌশল শিক্ষার্থীকে যার যার অবস্থান থেকে সচেষ্ট হয়ে এগিয়ে আসার আহবান ব্যক্ত করেন। তিনি আইআইইউসির  সকল শিক্ষার্থী এ ব্যাপারে সচেষ্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া তিনি সময়োপোযোগী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আকতারুজ্জামান কায়সার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর এবং এর পরবর্তী ধাপ হিসেবে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর বেতবুনিয়ায় ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপনের সময় থেকে সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের ঘটনার কথা উল্লেখ করে দেশের ক্রম-বর্ধমান উন্নয়নের এ অগ্রযাত্রার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ওয়েবিনারের মূল বক্তব্যে প্রধান বক্তা আবু নাসের মোহাম্মদ মাইনুদ্দিন স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নির্ধারিত চারটি ভিত্তি তথা স্মার্ট সিটিজেন, স্মার্ট গভারন্যান্স, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি  এর পরিচয় এবং এর বাস্তবায়নে সরকারের হাতে হাতে নেয়া বছরভিত্তিক পরিকল্পনাসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করেন। তাছাড়া তিনি ভবিষ্যতের প্রকৌশলীগণ কিভাবে নিজেদের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য তৈরি করতে পারে   সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে আই ও টি এর উপর বিশেষ জোর দেয়ার ব্যাপারে তিনি পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের পুরো অংশ জুড়ে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এমন অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজনের ব্যাপারে অতিথিবৃন্দ আশাবাদ ও শুভকামনা ব্যক্ত করেন। সর্বশেষে আইআইইউসির ইলেক্ট্রনিক ও টেলিযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রাশীদের সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি সমাপ্ত হয়।