১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ || ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

১১০ পিস ইয়াবাসহ পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে করা হয়েছে।

শনিবার(৬অক্টোবর) ভোরে নড়াইল-কালনা সড়কে সদর উপজেলার নাকশী এলাকা থেকে গ্রেফতার মানিক চন্দ্র সাহাকে আদালতের মাধ্যমে (৩৬) কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদে সদর থানা পুলিশ এসআই মানিককে গ্রেফতার করে। তিনি লোহাগড়া থেকে মটরসাইকেলে নড়াইলে আসার পথে তার দেহ তল্লাশি করে ওই ইয়াবা উদ্বার করা হয়। তিনি ফরিদপুরের ভাঙ্গা থানার নূরুল্লাহগঞ্জ গ্রামের মন্টু লাল সাহার ছেলে।

নড়াইলের সিনিয়র এএসপি (সার্কেল) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতার মানিক চন্দ্র সাহার সর্বশেষ কুষ্টিয়া থেকে বদলি হয়ে রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টারে যোগদান করা কথা ছিল। তবে তিনি বর্তমানে মেডিকেল ছুটিতে ছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন মানিক।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এসআই মানিক একজন মাকদাসক্ত এবং ব্যবসায়ী। তার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।