রাজশাহীর গোদাগাড়ীতে বিধ্বস্ত হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হেলিকপ্টার। চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জনকে বহনকারী হেলিকপ্টারটি বৈরী আবহাওয়া কারণে আছড়ে পড়েছে। তবে এতে সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
হেলিকপ্টারের পাইলট বলছেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ছয়জনই সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।