১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের নিয়মিতসভা শুক্রবার(২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও সঞ্চালনায়  এবং আইপিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় নতুন সদস্য কৃত্তিকা চক্রবর্তীকে রোটারি পিন পরিয়ে বরণ করে নেন পিপি রোটারিয়ান দেবদুলাল ভৌমিক ও রোটারিয়ান শুক্লা আচার্য।

হিলটাউনের উদ্যোগে ও অন্যান্য ক্লাবের অংশগ্রহণে ১০নভেম্বর ২০২২ অনুষ্ঠেয় জয়েন্ট প্রোগ্রাম বাস্তবায়নের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, আইপিপি রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, প্রেসিডেন্ট-ইলেক্ট গোলাম মওলা মামুন, ভাইসপ্রেসিডেন্ট রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন কুমার বণিক, রোটারিয়ান শুক্লা আচার্য্য , নতুন সদস্য কৃত্তিকা চক্রবর্তী, অতিথি দীপঙ্কর বড়ুয়া,  পিপি রোটারেক্টর নাইমুল ইসলাম।

অতিথিশিল্পী দীপঙ্কর বড়ুয়ার সংগীতের মাধ্যমে সভা শুরু হয়ে রোটারিয়ান শুক্লা আচার্যের গান পরিবশেনের মাধ্যমে সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, মীরসরাইয়ের মলিয়াইশ উচ্চবিদ্যালয়ে ১০নভেম্বর ২০২২ (সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত)  রোটারি ক্লাব অব  চিটাগং হিলটাউনের উদ্যোগে ও ২০টির বেশি ক্লাবের অংশগ্রহণে DAYLONG ROTARY SERVICE AT SCHOOL CAMPUS শীর্ষক এক যৌথ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।  অনুষ্ঠেয় কর্মসূচিগুলো হচ্ছে- ১. তথ্যপ্রযুক্তির অপব্যবহার ও নৈতিক শিক্ষাবিষয়ক আলোচনা ২. বয়ঃসন্ধিকাল-সম্পর্কিত আলোচনা ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ ৩. তথ্যপ্রযুক্তিবিষয়ক রচনা প্রতিযোাগিতা ৪. মেয়েশিক্ষার্থীদের সাইকেল প্রতিযোগিতা ৫. মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা ৬. মুক্তিযোদ্ধা সংবর্ধনা ৭. শিক্ষক সম্মাননা ৮. শিক্ষাসামগ্রী বিতরণ ৯. ৮০০ শিক্ষার্থীর মধ্যে নাস্তা বিতরণ।

অনুষ্ঠানশেষে মধ্যাহ্নভোজের আয়োজন থাকছে। এছাড়া অনুষ্ঠানস্থলে আসা-যাওয়ার পরিবহন সুবিধা তো আছেই। সকাল ৮টায় কাজির দেউরিস্থ চট্টগ্রাম রোটারি সেন্টার কার্যালয়ের সামনে থেকে গাড়ি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেবে। ক্লাবপ্রতি চাঁদা- ৫হাজার টাকা।

রোটারি গভর্নর, গভর্নর-ইলেক্ট, কয়েকজন পিডিজিসহ জেলা নেতারা এতে অংশগ্রহণ করবেন।