চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত ৫জনের মধ্যে ২শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১নভেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ ধর।
মৃতরা হলো— তানিম (৩) ও রাজিয়া সুলতানা (১১)। এছাড়াও চিকিৎধীন আছেন তানিমের মা সোনিয়া আক্তার (২৫), তার এক বছর বয়সী মেয়ে মিম ও রুবি আক্তার (১৫) নামে তাদের এক প্রতিবেশী।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আমান বাজার এলাকার খোশাল শাহ রোডের একটি তিনতলার ভবনে সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অগ্নিদগ্ধ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।