১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি *

সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) জিয়াউল কাদের জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে তিনিই এ সম্মাননা পেলেন।

মঙ্গলবার (২২আগস্ট) সকাল ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক গোলাম মো. আজম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করেন।

শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করছেন সীতাকুণ্ড পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের

এ শুদ্ধাচার পুরস্কারে রয়েছে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ। এ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী, সহকারী পরিচালক (সাধারণ) নাজমুল হাসান ও সহকারী পরিচালক (সিসি) ডাক্তার ছেহেলী নার্গিস।

শুদ্ধাচার পুরস্কার নীতিমালা-২০২১ অনুযায়ী সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ তিনি এ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন।

পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে জিয়াউল কাদের বলেন, উপজেলা পর্যায়ে চাকরি জীবনের মাত্র আড়াই মাসের মাথায় শুদ্ধাচার পুরস্কারের পুরস্কৃত হয়েছি। সীতাকুণ্ড ও বাঁশখালী দুই উপজেলায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা থেকে শুরু পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু সেবা, কিশোর-কিশোরী সেবা, প্রসবোত্তর, প্রসব পরবর্তী সেবা ও উপজেলা পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজের উন্নয়ন, উপস্থিতির উপর স্মার্ট মনিটরিং ব্যবস্থা প্রয়োগে অবদান ও সততার পুরস্কার স্বরূপ জাতীয় শুদ্ধাচার (সংশোধিত) নীতিমালা -২০২১ অনুযায়ী শুদ্ধাচার প্রদান করা হয়।

জিয়াউল কাদের ৩৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন।