[bangla_date] || [english_date]

চট্টগ্রাম -১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্তের সাথে তার বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বিশিষ্ট আইনজীবী রানা দাসগুপ্তের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন চট্টগ্রাম -১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

সোমবার (১৮ ডিসেম্বর ) সকালে অনুষ্ঠিত এ মতবিনিময়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্তের সহযোগিতা চান।

এ সময় বিশিষ্ট আইনজীবী রানা দাসগুপ্ত বলেন, আমরা সব সময়ই ভাল মানুষের পক্ষে,  সুষ্ঠু,অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা বিশ্বাসী। আশা করি, সরকার ও নির্বাচন কমিশন জনগণের ভাষা বুঝে নির্বাচনকে অর্থবহ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন।