১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সৌদি আরব থেকে মুহাম্মদ ইউসুফ খাঁন *

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল আহসা শহরের হুফুফ এর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এক ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশীসহ ৯জন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন বাংলাদেশী আহত হয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার সন্ধ্যার সময় এ অগ্নিকাণ্ড ঘটে।

সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দূতাবাসের শ্রম কল্যাণ উইং ঘটনাস্থলে থেকে নিহতদের মৃতদেহ মর্গে সংরক্ষণ ও আহতদের চিকিৎসার বিষয়ে সার্বিক দায়িত্ব পালন করছেন।

অগ্নিকাণ্ডে নিহতদের মৃতদেহ হুফুফ এর কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া আহত দুজন ও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নাটোর জেলার বলে জানা গেছে।

নিহত ৭ জন হলেন- ১.আরিফ মো. সাহাদাত ২.বারেক সরদার ৩. মো. শাকিল প্রামাণিক ৪. সাইফুল ইসলাম ৫. রুমান প্রামাণিক ৬.মো. ফিরুজ সরদার আলী ৭.মো. রব হোসাইন।

নিহতদের মৃতদেহ সকল আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশে দ্রুত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

নিহতদের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদে দায়িত্বপ্রাপ্ত নেতা সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন ও ইন্জি. তানভীর সিকান্দার। তারা শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।