[bangla_date] || [english_date]
প্রধান অতিথি হিসেবে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ।

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের তিন সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২১ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন শাখার মোট ৪০ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, নিজেকে যুগোপযোগী করে তুলতে ও কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং সততা ও আন্তরিকতার সাথে সেবা প্রদানের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নিতে হবে ।