[bangla_date] || [english_date]
 কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ ) প্রধান কার্যালয়ে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ  কর্মসূচি অনুষ্ঠানে  সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-১ এর প্রধান মো. তৌহিদ হোসেন,  মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।