নজিরবিহীন নিরাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সীতাকুণ্ড পৌরসভার ৯নম্বর শিবপুর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন । আজ বুধবার (২৭ জুলাই) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে যুবলীগ নেতা শাহ কামাল চৌধুরী ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহেদ চৌধুরী ফারুক পেয়েছেন ৫২৪ ভোট। একটি পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ চলে।সীতাকুণ্ড প্রশাসন উপনির্বাচনটি ঝুঁকিপুর্ণ হিসেবে বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও আনসারবাহিনী মোতায়েন করা হয়। এতে করে ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটপ্রদানের মাধ্যমে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, গতবছরের ১৯ ডিসেম্বর কাউন্সিলর জুলফিকার আলি মাসুদ শামীম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়ে যায়।