সীতাকুণ্ড প্রতিনিধি *
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ অটোরিকশা চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রবিবার (২৯ সেপ্টেম্বর ) রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর ও মুরাদপুরের ভাটের খিল এলাকা থেকে স্থানীয় জনগণ ও যুব সমাজের নেতৃবৃন্দ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটের খিল গ্রামের জসিম উদ্দীনের ছেলে মোহাম্মদ তারেক (২১), বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক (২৩), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (২০) , মো. শহীদের ছেলে রবিউল হোসেন রনি (১৭) এবং মান্দারীটোলা গ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে মো. সোহেল (৩০) ।
স্থানীয়রা জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের রুহুল আমিনের গ্যারেজ থেকে রাতের অন্ধকারে তিনটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। সকাল বেলা মালিক গ্যারেজের তালা ভাঙ্গা দেখে ভেতরে ঢুকে দেখতে পান গ্যারেজ থেকে তিনটি গাড়ি চুরি হয়ে গেছে। তিনি অটোরিকশা মালিকদের খবর দিলে তারা চতুর্দিকে খোঁজখবর নিতে শুরু করে। একপর্যায়ে তারা নিশ্চিত হন মুরাদপুর ইউনিয়নের ভাটের খিল গ্রামের তারেকের নেতৃত্বে একদল সংঘবদ্ধ চোরচক্র এ অটোরিকশাগুলো চুরির সঙ্গে জড়িত। এরপর বিভিন্ন পর্যায়ের যুবসমাজের নেতৃবৃন্দের সহায়তায় পাঁচজনকে আটক করে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব পোদ্দার বলেন,‘৫ সিএনজি অটোরিকশা চোরকে স্থানীয় জনগণ পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে, মামলা দায়ের পর আজ সোমবার আটককৃত পাঁচ চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।’