[bangla_date] || [english_date]

সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ডে চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে এসব সিএনজি ও  চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আলী আজগর মিরসরাই উপজেলার ওয়াহেদপুর বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের পুত্র।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরসরাই উপজেলা এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা ও সীতাকুণ্ড এলাকা থেকে আরো তিনটি সহ চারটি সিএনজি অটোরিকশা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ  করা হয়েছে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন।