১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভুলাইপাড়া এলাকার  সাগর উপকূলীয় এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ ও গাউছিয়া কমিটি । পরে  ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌপুলিশের ধারনা আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে হতভাগা যুবকটির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। গায়ে লম্বা হাতার জামা থাকলেও নিচের অংশ ছিল একেবারে বিবস্ত্র।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নাসির উদ্দিন।