সীতাকুণ্ড প্রতিনিধি*
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১৫ শ কেজি পঁচা চা-পাতা উদ্ধার করা হয়।
রবিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারীর বানুরবাজার এলাকায় দুপুর ২ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।
এসময় বানুর বাজার চৌধুরী কমিউনিটি সেন্টারের নিচে একটি গোডাউনে পঁচা চা রেখে প্রতারক আসিবুর রহমান আসিফ দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠান আসিফ ব্রাদার্সের নামে বাজারজাত করে আসছিলেন। তিনি ক্রেতাদের অন্য কোনো ভালো ব্র্যান্ডের চা দেখিয়ে অর্ডার নিতেন। কিন্তু সরবরাহ করতেন পঁচা-মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত চা পাতা। প্রশাসন এমন অভিযোগ পেয়ে তার গোডাউনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত ১৫ শ কেজি চা জব্দ করে ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন জানান,ব্যবসায়ী আসিবুর রহমান আসিফ বিভিন্নস্থান থেকে পঁচা চা সংগ্রহ করে সেগুলো শুকিয়ে তা ফ্রেশ চা বলে বিক্রি করেন। এতে প্রতারিত হন ক্রেতারা। দীর্ঘদিন ধরে এভাবেই প্রতারণা করে আসছিল সে। যদিও তার কাজই হচ্ছে পঞ্চগড়সহ দেশের বিভিন্নস্থান থেকে নিম্নমানের মেয়াদোত্তীর্ণ চা কিনে চালুনি দিয়ে পৃথক করে প্যাকেট করা বা বস্তায় বিক্রি করা। এসব কাজ করে আসিফ ব্রাদার্স তার লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে।
এখানে পরিস্থিতি এমন ছিল যে অভিযান করতে গিয়ে পঁচা চায়ের দুর্গন্ধে অসুস্থবোধ করেন ম্যাজিস্ট্রেটসহ উপস্থিত পুলিশ সদস্যরা।
আসিফ ব্রাদার্সের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলোর কাজকর্ম খতিয়ে দেখা হবে। এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন ।