সীতাকুণ্ড প্রতিনিধি *
এক দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় দিকে পৌরসভার এলাকার সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ ছাত্র-জনতা। পরে সীতাকুণ্ড কলেজ রোড প্রদক্ষিণ করে দক্ষিণ বাইপাস হয়ে উত্তর বাইপাস সড়ক অতিক্রম করে পৌরসভার সামনে অবস্থান নেন।
এসময় ছাত্র-জনতার সঙ্গে যোগ দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী হওয়ার কারণে সরকার আমাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।আমরা এই সরকারের পতন চাই।আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে।যারা হত্যা করেছে তাদের বিচার চাই।
এসময় এক শিক্ষার্থী বলেন, যখন কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীরা মাঠে নেমেছে তখন সরকারের নির্দেশে আমাদের ভাই-বোনদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে।আমরা আন্দোলন করতে চাইনি কিন্তু সরকার আমাদের মাঠে নামতে বাধ্য করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সীতাকুণ্ডে সর্তক অবস্থানে থাকে প্রশাসন। এসময় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।