সীতাকুণ্ড প্রতিনিধি *
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখা’র শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার বায়তুশ শরফ মসজিদ সংলগ্ন একটি ক্লাবের হল রুমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক,আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার ছিদ্দিক চৌধুরী, প্রধান বক্তা হিসেবে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন’র সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুর নবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখা সভাপতি মাওলানা মিজানুর রহমান, যুবাইদিয়া ইসলামীয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির সহ প্রমুখ।
সীতাকুণ্ড উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, শিক্ষকতা সম্মানিত পেশা।এই পেশার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গড়া সম্ভব।একজন শিক্ষক আর আদর্শ শিক্ষকের মধ্যে তফাৎ রয়েছে।আদর্শ শিক্ষক সমাজ সংস্কারে ব্যাপক ভূমিকা পালন করে।আর একজন শিক্ষক শুধু শেখানোর মধ্যে সীমাবদ্ধ।