কুমিল্লা লালমাই উপজেলা আইটি কর্মকর্তা, সীতাকুণ্ডের কৃতিসন্তান ইফতেখার হোসেন জামিল বিসিএস (প্রশাসন) সাধারণ ক্যাডারে নির্বাচিত হয়েছেন।
জামিল ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে সহকারি পরিচালক হিসেবে নিয়োগলাভ করেছেন। এখানে যোগদানের প্রাক্কালে তিনি বিসিএস পরীক্ষার সুখবর পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকে কয়েকমাস চাকরি করার পর তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করবেন বলে পারিবারিকসূত্রে জানা যায়।
জামিলের বাড়ি সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামে। তাঁর মা জিন্নাতুল ফেরদৌস আল্পনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবা মরহুম দেলোয়ার হোসেন সোনালী ব্যাংকের ডিজিএম ছিলেন।
উল্লেখ্য, জামিলের নানা নজির আহমেদ সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যলয়ের প্রথিতযশা প্রধানশিক্ষক, নানী রিজিয়া বেগমও অবসরপ্রাপ্ত প্রাথমিকের প্রধানশিক্ষক। তার বড়মামা আহমেদ শামীম আলরাজী সদ্য অব্সরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও ছোটমামা রোটারিয়ান আহমেদ শাহীন আলরাজী ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল।
জামিল সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন।