২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। বাংলাদেশের মেয়েরা সেই জয়  পেয়েছে। গেল রবিবার রাত  সিঙ্গাপুরের জিলান বেসার স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানীর দল। এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের বাছাইপর্ব পেরিয়ে রাউন্ড টুতে উঠেছে বাংলাদেশ। রাউন্ড টুর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

পেনাল্টি থেকে বাংলাদেশকে এগিয়ে দেন সুরভি আকন্দ প্রীতি। ৫৫ মিনিটে দলের দ্বিতীয় গোলটিও সুরভির। এটিও পেনাল্টি থেকে করা গোল। এরপর ৬২ মিনিটে সুলতানা আক্তারের কাছ থেকে এসেছে তৃতীয় গোল।

সিঙ্গাপুরে প্রবাসীদের মধ্যে এই ম্যাচ নিয়ে ছিল উত্তেজনা। গ্যালারিতে সমর্থন পেয়েছে বাংলাদেশের মেয়েরা

সিঙ্গাপুরে প্রবাসীদের মধ্যে এই ম্যাচ নিয়ে ছিল উত্তেজনা। বাফুফে বাংলাদেশ প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েছিল ৬-০ গোলে। পরে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দেয় সিঙ্গাপুর। এক গোল বেশি করায় আজ বাংলাদেশের বিপক্ষে ড্র হলেই চলত সিঙ্গাপুরের। অন্যদিকে বাংলাদেশকে জিততেই হতো। আর সেই জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন কোচ গোলাম রব্বানী। ম্যাচের আগে বলেছিলেন, প্রথম ম্যাচের মতো খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়বে দল। কোচের আশা পূরণ করেছেন মেয়েরা।

সিঙ্গাপুরে প্রবাসীদের মধ্যে এই ম্যাচ নিয়ে ছিল বেশ উন্মাদনা। প্রবাসীরা গ্যালারিতে এসে উৎসাহ দিয়েছেন রুমা-প্রীতিদের। তাঁদের হতাশ করেনি বাংলাদেশের মেয়েরা। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য পূরণ করেই তারা দেশে ফিরছেন।

দক্ষিণ এশিয়ার বাইরে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন সালমা

দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করবেন সালমা আক্তার।