সীতাকুণ্ড প্রতিনিধি *
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬নম্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রফিককে নির্মমভাবে হত্যা ও ১৭ জন বিএনপি নেতা কর্মীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাহেরখালী ইউনিয়ন বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর ) বিকালে সাহেরখালী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য ও মীরসরাই থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন লিটন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর হোসেন, থানা বিএনপির সদস্য বদরুদ্দোজা চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস কে জাহেদ, মগাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির ভুঁইয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুর উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রফিককে হত্যা ও ১৭ জন বিএনপির নেতা কর্মীকে নির্মমভাবে নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।