১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী‘ “ক্যারিয়ার ইন ক্রিটিক্যাল টাইম ”  বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সম্পর্কে ধারণা ও সচেতনতা বাড়াতে  এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন  জিপিএইচ ইস্পাত লিমিটেড এর এইচআর ডিভিশনের ব্যবস্থাপক(রিওয়ার্ড), পিএমএস এবং ওডি মো. হামেদ হাসান রিয়াদ।

সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন ফল সেমিস্টার-২০২২ এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।  এই ধরনের কর্মশালার আয়োজন স্নাতক শিক্ষার্থীদের চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তাদের ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।