দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি , সংগঠক ও সাংস্কৃতিক কর্মী নাছির উদ্দিন অনিক-এর বাবা মরহুম মো.শাহ আলমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় দক্ষিণ ইদিলপুর বায়তুল জান্নাত জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্তকারে বক্তব্য রাখেন মরহুমের ছোটভাই ও সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ও মরহুমের বড়ছেলে সাংবাদিক নাছির উদ্দিন অনিক। জানাজায় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্যব্যক্তি শরীক হন। জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য,সাংবাদিক নাছির উদ্দিনের বাবা বাধক্যেজনিত রোগে দীর্ঘদিন অসুস্থ মো.শাহ আলম (২৯ আগস্ট) বুধবার রাত ১০.২০ মিনিটে সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুরস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেন।