১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ || ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাদ্যসঙ্কট মোকাবেলায় গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ভোজ্যতেল। সারা বিশ্বে যখন ভোজ্যতেলের সঙ্কট চলছে তখন অনেক দেশে এ থেকে পরিত্রাণ পেতে সরিষা চাষসহ বিভিন্নভাবে শাকসবজি চাষের উদ্যোগ নেয়া হচ্ছে। একইভাবে সীতাকুণ্ড উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তার পরামর্শে মহসিন ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর ‘এমএফজেএফ স্যাটেলাইট ফার্ম’ প্রকল্পের আওতায় বিশ্বজুড়ে চলমান সঙ্কট দূর করতে সরিষা বীজ নিয়ে সীতাকুণ্ডের

শনিবার(১০ডিসেম্বর)  সকালে মুরাদপুর ইউনয়নের দক্ষিণ রহমতনগর গ্রামের অস্থায়ী কার্যালয়ে সীতাকুণ্ডের কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ বিতরণের মাধ্যমে এমএফজেএফ স্যাটেলাইট ফার্ম এর আত্মপ্রকাশ ঘটে। এমএফজেএফ সদস্যরা মনে করছেন, চলমান সঙ্কট নিরসনে সকলকে এগিয়ে আসতে হবে। দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল করতে কৃষিকাজে সকলকে উৎসাহিত করতে হবে। এমএফজেএফ স্যাটেলাইট ফার্ম এর এ শুভযাত্রা জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র আকারে হলেও অবদান রাখবে।

এ অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা নিজাম উদ্দিন উল্লাহ, এমএফজেএফ এর উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন গ্রামের উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ এমএফজেএফ কার্যালয় পরিদর্শন করেন এবং এমএফজেএফ স্যাটেলাইট ফার্ম ও কৃষকদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস প্রদান করেন।