চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মাইনুদ্দিন মিশন ১১ হাজার ৯৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৭ হাজার ৬১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৫১৩ ভোট।
আবুল কাশেম মাহমুদ তার মশাল প্রতীকে ভোট পেয়েছেন ৭৩ আর মশিউর রহমান বেলাল দোয়াত কলম মার্কা নিয়ে ৮৬ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাতটায় সন্দ্বীপ উপজেলা পরিষদ কমপ্লেক্সে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর ।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সন্দ্বীপ উপজেলার ৮৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খিসা বলেন, ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মাস্টার শাহজাহানের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। এই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৭০ জন।
রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন চ্যানেল আইকে বলেন, উপনির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ৪৪ হাজার ২৮৪। নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। দু’একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে