[bangla_date] || [english_date]

নিজস্ব প্রতিবেদক *

বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম

সীতাকুণ্ড উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্পোকেন ইংলিশ কোর্স চালুর উদ্যোগ নিয়েছে মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন- এমএফজেএফ। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের প্রস্তাবে এমএফজেএফ এ মহতি উদ্যোগ গ্রহণ করে। আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলার পাশাপাশি ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। বিশেষকরে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ইংরেজিতে কথা বলতে পারার কোনো বিকল্প নেই। সংগঠনটির অন্যতম মিশন হচ্ছে,সম্প্রদায়ের অতি প্রয়োজনীয় নিজ নিজ ক্ষেত্রে শিক্ষা ও দক্ষতা প্রদান করা। তাই,ইংরেজিচর্চা বৃদ্ধি ও ইংরেজিতে কথা বলায় শিক্ষার্থীদের দক্ষ করতে এ প্রকল্প হাতে নেয় এমএফজেএফ। ডিজিটাল প্লাটফরমে দূরশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীরা ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করবে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় এমএফজেএফ এর স্পোকেন ইংলিশ কোর্স নিয়ে প্রাথমিক আলোচনাসভা সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার তাঁর দিকনির্দেনামূলক বক্তব্যের মাধ্যমে সভার শুভ সূচনা করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও কে এম রফিকুল ইসলাম।

এমএফজেএফ এর সভাপতি কাউছার আহমেদ সরোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সীতাকুণ্ডের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রধানশিক্ষক,ইংরেজি ও আইসিটি শিক্ষক উপস্থিত ছিলেন।

এমএফজেএফ এর স্পোকেন ইংলিশ কোর্স নিয়ে প্রাথমিক আলোচনাসভা