ক্রীড়া প্রতিবেদক *
ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে হার দেখেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথমটিতে ২৮০ রানের বড় পরাজয় টিম টাইগার্সের। বোলাররা অবশ্য দারুণ করেছেন। বিশেষ করে পেসাররা। ফলও এসেছে আইসিসি র্যাঙ্কিংয়ে। সবশেষ হালনাগাদে উন্নতি করেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ব্যাটে দ্বিতীয় ইনিংসে লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাস ও মুশফিকুর রহিমের অবনতি হলেও ব্যাটে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের।
বুধবার টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। বল হাতে দুই ইনিংসেই দারুণ করেছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। হাসান এগিয়েছেন ৫ ধাপ, তাসকিন ৮ ধাপ। নাহিদ রানা একধাপ এগিয়েছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষে তাইজুল ইসলাম। ভারতে খেলা হয়নি প্রথম ম্যাচে। একধাপ পিছিয়ে ১৯-এ নেমেছেন, ৬৩৫ রেটিং পয়েন্ট। দুইয়ে মেহেদী হাসান মিরাজ। একধাপ অবনতি, ৬০৭ রেটিং নিয়ে ২২ নম্বরে আছেন। ৬ ধাপ পিছিয়ে ৫৩৪ রেটিং নিয়ে সাকিব নেমেছেন ৩৩-এ।
পাঁচধাপ উন্নতি হাসান মাহমুদের, আছেন ৪৪ নম্বরে। ৪১৬ পয়েন্ট নিয়ে বেন স্টোকসের সঙ্গে অবস্থান করছেন। ৮ ধাপ এগিয়ে ৩০৮ পয়েন্টে ৬৩তে তাসকিন। নাহিদ রানা একধাপ এগিয়ে ৭৮ নম্বরে, পয়েন্ট ২৪৩। শরিফুলের অবনতি দুধাপ। ৩৩১ রেটিংয়ে ৫৯তে এখন। ৮৭১ পয়েন্টে বোলারদের শীর্ষে ভারতের রবীচন্দ্রন অশ্বিন।
ব্যাটে চোখ জুড়ানোর মতো উন্নতি শান্তর। ১৪ ধাপ এগিয়ে ৪৮-এ এসেছেন, ৫১৯ রেটিং। উন্নতি হয়েছে সাদমান ইসলাম ও সাকিবের। সাকিব একধাপ এগিয়ে ৪৩ নম্বরে, ৫৪৫ পয়েন্ট। সাদমান দুধাপ এগিয়ে ৩২১ রেটিংয়ে ৯১তে এসেছেন।
বেশি অবনমন মুশফিকের। ৬ ধাপ পিছিয়ে ৬৫০ রেটিংয়ে নেমেছেন ২৩-এ। লিটন ৫ ধাপ পিছিয়ে ২০ নম্বরে, ৬৬৫ রেটিং নিয়ে বাংলাদেশি ব্যাটারদের শীর্ষে। ১১ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে গেছেন মুমিনুল হক, ৪৯৮ রেটিং তার। জাকির ও মিরাজ একধাপ নেমেছেন যথাক্রমে ৭০ ও ৭১তে এখন। ৮৯৯ পয়েন্টে ব্যাটারদের শীর্ষে ইংল্যান্ডের জো রুট।
৪৭৫ রেটিং নিয়ে অলরাউন্ডারদের শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে অশ্বিন, ৩৭০ রেটিং। সাকিব তিনে, ২৯১ পয়েন্টে। সাতে মিরাজ, ২৬১ পয়েন্ট। তাসকিন ৮ ধাপ এগিয়ে ৩৮ পয়েন্টে ৬৬তে এবং হাসান ৯ ধাপ এগিয়ে ২৪ পয়েন্টে ৮১তে এসেছেন।