ঐতিহাসিক ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা আজ বৃহস্পতিবার সকালে নগরের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও এডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন সংগঠনের নেতা আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো.কামাল উদ্দিন,নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ,দীপন দাশ,ইমরান মুন্না,সোহেল ইকবাল,আবদুর রহীম,ভাষ্কর দেব,এস.এম রাফি, প্রদীপ দাশ প্রমূখ। সভায় বক্তারা বলেন, শহীদ নুর হোসেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আত্মবলিদানের অনন্য উদাহরণ সৃষ্টি করে বাঙালি মানসপটে চিরভাস্বর। তিনি অনন্তকাল সংগ্রামী মানুষের হৃদয়ে চেতনার বহ্নিশিখা হিসেবে সমূজ্জ্বল হয়ে থাকবেন।
প্রসঙ্গত: স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।
১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিল রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে পুলিশ গুলি চালায়। মারা যান নূর হোসেন। এই মৃত্যু স্বৈরাচারবিরোধী আন্দোলনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। নূর হোসেনের আত্মত্যাগ পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নূর হোসেনের মৃত্যুর পর এরশাদ বিরোধী আন্দোলন প্রচন্ড বেগবান হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
মোটর চালক লীগের উদ্যেগে শহীদ নূর হোসেন দিবস পালিত
বৃহস্পতিবার বিকেলে নগরীর শাহ আমানত সেতু চত্বরে আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত ।
আওয়ামী মোটর চালক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি হাজী সিরাজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে ও সহভাপতি মাজহারুল হক চৌধুরী মীরু সঞ্চালনায় স্মরণ সভায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী মোটর চালক লীগে’র কেন্দ্রীয় সভাপতি ও শহীদ নূর হোসেন এর বড় ভাই মোহাম্মদ আলী হোসেন ।
বিশেষ অতিথি আওয়ামী মৎস্যজীবী লীগ সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী,নগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, আবুল কালাম,
এতে আরো উপস্থিত ছিলেন মো. রফিক ওমর, চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগ’র সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খোকন, মো. নুরুল আলম, মফিজুল আলম, মো. জাফর আলী, মোঃ আবদুর শুক্ক পাঁচলাইশী, কাবুল হোসেন, মো. সালাউদ্দিন, চান মিয়া, মো. নূর আলম নুরু, মো. আবুল কাশেম সরকার,শামসুল হক মানিক , মো. মিজান, মো. দুলাল, আবদুল করিম, মো. তাজু,মাহামুদুল হক মাঝি, আনিসুজ্জামান, আব্দুল সালাম, আব্দুল রহিম মুন্সি, ইকবাল হাওলাদার, মুনছুর আহম্মেদ, শাহাদাত হোসেন বাবলু,মুক্তি যোদ্ধা বজলুর রহমান, মো. জসিম, মো. তসলিম, মো.আলামিন , খোরশেদ আলম, মো. মাহাবুবুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. কামাল, রাসেদ, মো. ফারুক,মো.এরশাদ প্রমুখ।
প্রধান অতিথি আলী হোসেন বলেন, শহীদ নূর হোসেন গণতন্ত্রের জন্যে আত্মহুতি দিয়েছিলেন। গণতন্ত্রের প্রথম সাধ পেয়েছিলেন বিএনপি। তারা ভাল কাজ করে নাই বিধায় দেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে।দেশের উন্নয়নের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন কাজ করে যাচ্ছে।তিনি চান দেশে মানুষ সুন্দরভাবে খেয়ে পড়ে বেঁচে থাকুক।