এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডি বক্সের সামনে বল দখলের লড়াইয়ে মনিকা চাকমা বল পেয়ে আলতো করে বাড়িয়ে দেন সামনে। সেখানে বলের দখল নেন সাজেদা। লেবাননের গোলরক্ষকে পরাস্ত করে ডানপাশ দিয়ে বল জালে পাঠান সাজেদা। ১৯ মিনিটে সাজেদা শট নিলেও সেটা রুখে দেন লেবাননের গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে যান তহুরা খাতুন। তিনি বল জালে পাঠাতে ভুল করেননি।
২৩ মিনিটের মাথায় তহুরা খাতুন তারা জোড়া গোল পূর্ণ করেন। ২৭ মিনিটে আনাই মোগিনি গোল করে ব্যবধান করেন ৪-০। আঁখি খাতুনের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান আনাই মোগিনি। ৪০ মিনিটের সময় সাজেদা নিজের জোড়া গোল পূর্ণ করেন। আঁখি খাতুন মাঝমাঠ থেকে লম্বা পাসে বল বাড়িয়ে দেন লেবাননের ডি বক্সের সামনে। বলের নিয়ন্ত্রণ নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন সাজেদা। ডানদিক থেকে শট দিয়ে জালে জড়ান বল।
বিরতির পর লেবাননের জালে আরো তিনবার বল জড়ায় বাংলাদেশ। তার দুটি করেন শামসুন্নাহার জুনিয়র। একটি করেন রোজিনা খাতুন।