চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব দ্বারা পরিচালিত বয়স্ক শিক্ষা কেন্দ্রে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সাগরিকা রোটারি কর্তৃক সুনির্দিষ্ট এলাকা উন্নয়নে ও মানুষের চাহিদামত সেবাকর্ম পরিচালনার জন্য বোয়ালখালীর সৈয়দপুরকে বেছে নেয়া হয়েছে। ওখানে হাওলা কুতুবিয়া মাদ্রাসায় চালু করা হয়েছে বয়স্ক শিক্ষা কেন্দ্র। গতকাল শুক্রবার সকালে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা উপকরণ। উল্লেখ্য এটি একটি চলমান প্রকল্প। বর্তমানে ২৪ জন বিভিন্ন বয়সের অক্ষরজ্ঞানহীন মানুষকে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন করা হচ্ছে। উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারি সাগরিকার সভাপতি সৈয়দ মুনিরুল কুদ্দুস আকবরী, সৈয়দ মো. তারিক, মো. আজিজুল হক, শিক্ষক মাওলানা ফোরকান উদ্দীন ও কোর প্রতিনিধি মো. সোহেল।
