“রোটারি মানে ইটিং সিটিং মিটিং নয়, রোটারি বিশ্বের একটি অনন্য মানবতাবাদী সমাজসেবী সংগঠন। মানুষের জীবনমান-দৃষ্টিভঙ্গির পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, রোগবালাই দমন ও চিকিৎসাসেবা, শিক্ষার প্রসার ও নিরক্ষতা দূরিকরণ, মাতৃপ্রসূতি ও শিশুস্বাস্থ্যসেবায় বিশেষ দৃষ্টি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে সুপেয় পানীয়জলের নিশ্চিতকরণ, মানুষের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজের সার্বিক প্রগতির লক্ষ্যে রোটারি আলোর দিশারী হিসেবে দুনিয়াজুড়ে ঐতিহাসিক স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।”
শনিবার (১০ডিসেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের ১৯তম প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এসব কথা বলেন।ক্লাব সভাপতি রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান আইপিপি সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় প্রধানঅতিথি পেয়ারুল ইসলাম তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অর্জনের বিষয় উল্লেখ করে বলেন, “শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার মধ্যে জীবনের সার্থকতা নেই, অসহায় মানুষের জন্যে কাজ করার মধ্যে জীবনের প্রকৃত সুখ নিহিত; রোটারিয়ানেরা সেই কাজটিই করে যাচ্ছেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, ডিজি রুহেলা খান চৌধুরী, ডিজিই ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান, জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, একুশে পদক ও বাংলা একাডেমি সম্মানিত ফেলোশিপ প্রাপ্ত রোটারিয়ান বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, অ্যাসিসটেন্ট গভর্নর ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, ক্লাবের সাবেক সভাপতি পিপি রোটারিয়ান আমজাদ হোসেন, রোটারি ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ডা. আকবর হুছাইন ভুঁইয়া, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান অরুন কান্তি মল্লিক। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক।
বক্তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ক্লাব সদস্য রোটারিয়ান সঙ্গীতশিল্পী শীলা চৌধুরী, রোটারিয়ান শুক্লা আচার্য্য ও অতিথিশিল্পীর গানের সুরে অনুষ্ঠান উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠানের নজরকাড়া দিক ছিল প্রধানঅতিথি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের গভর্নরের কাছ থেকে রোটারি পিন পরে রোটারি ক্লাব চিটাগং হিলটাউনের সদস্য হওয়া। এছাড়া গভর্নর রুহেলা খান চৌধুরী সাবেক রোটারি জেলা গভর্নর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর পিএস ব্যবসায়ী শওকত হোসেনকে রোটারি পিন পরিয়ে সদস্য হিসেবে বরণ করে নেন।
পরে প্রধানঅতিথি ও বিশেষ অতিথিবৃন্দ রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউন ও রোটারেক্ট ক্লাব অব অপরুপা চিটাগং এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।