[bangla_date] || [english_date]

রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও সীতাকুণ্ডের সিলিমপুর সিডিএ হযরত উমর (রা:) মডেল মাদ্রাসা, চট্টগ্রামে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শনিবার( ২০জানুয়ারি)বৃত্তি প্রদান  অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়র এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ নুরুল আজিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সার্ভিস প্রজেক্ট ডাইরেক্টর রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দ, ডেপুটি গভর্নর রোটারিয়ান পিপি মো. আবুল কালাম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সৈয়দ মাহমুদ জেমি, রোটারিয়ান সোলেমান হোসেন বাচ্চু, রোটারি ক্লাব অব চিটাগাং সুগন্ধার আইপিপি রোটারিয়ান  শাহাদাত হোসেন, রোটারিয়ান মো. আবু সৈয়দ, রোটারি ক্লাব অব এনসিয়ান্ট চিটাগাং এর সদস্য রোটারিয়ান মো. নজরুল ইসলাম, মাদ্রাসার প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ক্লাবের পক্ষ থেকে উক্ত মাদ্রাসার মোট ০৫জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ০১ বছরের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। আরো উল্লেখ্য রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়রের প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুল আজিম ব্যক্তিগতভাবে উক্ত মাদ্রাসার ০১জন মেধাবী ছাত্রীর আজীবন শিক্ষা খরচ বহন করবে।