রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ক্লাব ভিজিট রবিবার (৩০ জুলাই) রাতে নগরীর ভিলেজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট প্রদ্যোত কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান,বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এস্কিকিউটিভ সেক্রেটারি শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট ট্রেজারার পিপি আসাদুল হক,ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট এট আর্মস ও ইভেন্ট প্রোমোশন চেয়ার সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের এসিস্ট্যান্ট গভর্নর পিপি অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু,।
আরো উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি কাজী কামরুল ইসলাম চুন্নু, আই পি পি মাসুদুর রহমান মজুমদার, প্রেসিডেন্ট ইলেক্ট ওমর ফারুক ভাইসপ্রেসিডেন্ট ওমর মোনতাকিম মুহিত, ক্লাব ট্রেজার সাইফুল হক মুকুল, পিপি আব্দুল হাকিম,পিপি মাসুদুর রহমান খান, পিপি রকি উদ্দিন রিপন, পিপি জেবুন্নেছা বেগম, রোটারিয়ান আবুল কালাম আজাদ তুহিন, রোটারিয়ান ফারজান নাহার ফাতিমা,রোটারিয়ান জসিম উদ্দিন , ক্লাব ফাস্ট লেডি রোটারিয়ান অপর্ণা রায়,রোটারিয়ান হাজেরা আক্তার মাসুমা, রোটারিয়ান রফিকুল ইসলাম মানিক,রোটারিয়ান মোহম্মদ রফিক, রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া, রোটারেক্টর অনিদিতা সাহা, ইন্টারেক্টর নুজহাত ইসলাম, ফাইয়াজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ক্লাব ভিজিটে প্রথমে ডিস্ট্রিক্ট গভর্নর প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্ট,ও ক্লাব সেক্রেটারি সাথে এক্সক্লুসিভ মিটিং করেন। পরবর্তী কার্যক্রমে সকল সদস্যদের উপস্থিতিতে এসেম্বলি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর দিকনির্দেশনামূলক আলোচনা শেষে ২১৭তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে ফেলোশিপ ডিনারের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমানসহ বক্তারা বলেন, প্রতিটা ক্লাব ন্যূমতম একটি করে হোম ফর হোমলেস প্রকল্প বাস্তবায়ন ও রোটারি সেভেন এরিয়া অব ফোকাসের আওতায় একটি করে প্রোজেক্ট সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে চুয়েটে অধ্যয়নরত একজন অসচ্ছল মেধাবী ছাত্রের পড়ালেখা শেষ করা পর্যন্ত আর্থিক সহায়তার দায়িত্ব গ্ৰহণ করে সারা বছরের টিউশন ফির একটি চেক প্রদান করা হয়। রোটারি পাবলিক ইমেজ বৃদ্ধির জন্য সেমিনারের আয়োজন করার জন্য অনুরোধ করেন। ইম্পেরিয়ালের উদ্যোগে গ্ৰো গ্ৰীন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য গভর্নর ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু প্রমুখ।
